কুকুরের খাদ্য!
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ফুপা জ্যাং সং-থায়েককে বিবস্ত্র করে একদল ক্ষুধার্ত হিংস্র কুকুরের সামনে ছেড়ে দেওয়া হয়েছিল। এভাবেই তাঁকে হত্যা করা হয়েছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়েছে। হংকংয়ের ওয়েন ওয়েই পো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, থায়েক ও তাঁর পাঁচজন সহযোগীকে বিবস্ত্র করে ১২০টি কুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয়। কুকুরগুলো তিন দিন অভুক্ত ছিল। পুরো প্রক্রিয়া শেষ হতে এক ঘণ্টা লাগে। ইনডিপেনডেন্ট। সূত্র - প্রথম আলো
Posted Under : Health News
Viewed#: 28
See details.

